|
---|
নতুন গতি নিউজডেস্ক: NRC মানছিনা, মানবনা বাংলার মাতৃ ভূমি থেকে NRC এর নাম করে বাঙালি বিতাড়ন করা ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে আজ ১৬ ই সেপ্টেম্বর(সোমবার) উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে সকল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীসমর্থক দের নিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিলে নামলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।
মিছিলটি শুরু হয় উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে ও শেষ হয় উলুবেড়িয়া লকগেটে।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জালিম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠাকে পাথেয় করে এই বাংলায় নিজেদের মাটি আঁকড়ে ধরে রাখতে ও মমতা বন্দোপাধ্যায় এর হাতকে শক্ত করতে আজ এই মিছিলে বহু দলীয় কর্মী তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই প্রতিবাদ মিছিলে যোগদান করেন।
জনজোয়ারের স্রোত নামলো উলুবেড়িয়ার রাজপথে।এই মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন,উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস,ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দীন খাঁন, পূর্ব কেন্দ্রের যুব সভাপতি বাদশা মিদদে,কাউন্সিলর ইনামুর রহমান,হাওড়া গ্রামীন শিক্ষাসেলের সভাপতি মুক্তেশ দে, হাওড়া গ্রামীন ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান ও বহু নেতৃত্ব।