প্রধানমন্ত্রী গরীব কল‍্যান যোজনায় জ্বালানি গ‍্যাস বিতরনে ভারতে শীর্ষ মালদার এজেন্সি

উজির আলী,নতুনগতি,চাঁচল: ০৩ ই মে লকডাউনে প্রধান মন্ত্রীর গরীব কল‍্যান যোজনার জ্বালানি গ‍্যাস বিতরণে প্রথম মাসে ভারতের কুড়ি শীর্ষে প্রথম স্থানাধিকার করেছে মালদার চাঁচল এপেক্স ইন্ডেন গ‍্যাস এজেন্সি। প্রথম স্থানের দাবী করেছে পরিবেশক দীপঙ্কর রাম এবং তালিকাও প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন।

    লকডাউনে জনসাধারণের সঙ্কট মেটাতে কেন্দ্র সরকার গরীব কল‍্যান যোজনায় জ্বালানির সংস্থানও ঘোষনা করেছেন। উজ্জালা যোজনার আওতায় ৮ কোটি গরিব পরিবারকে আগামি ৩ মাস বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার। ঘরে বসেই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন ভারতের ৮ কোটি গরিব পরিবার ঘোষনা করেছিলেন।

    এরই মধ‍্যে সারা দেশজুড়ে শুরু হয়েছে বিনা মূল‍্যে জ্বালানি গ‍্যাস প্রদান। হয়েছে একমাস অতিবাহিত।
    তবে প্রথম মাসে ২০ জনের শীর্ষ তালিকা প্রকাশ করেছেন উদ্বর্ধতন কর্তৃপক্ষ। আর এই ২০ জনের শীর্ষে প্রথম স্থান অধিকার করেছে মালদা জেলার চাঁচল এপেক্স ইন্ডেন গ‍্যাস এজেন্সি।
    চাঁচলের ডিস্ট্রিবিউটর দীপঙ্কর রাম জানান
    এপ্রিল মাসে উজ্জলা যোজনা তালিকাভুক্তদের ৪২০২১ জন গ্রাহকে জ্বালানি গ‍্যাস প্রদান করা হয়েছে। ভারতের সবথেকে বেশী গ‍্যাস প্রদান করেছে চাঁচল এপেক্স ইন্ডেন গ‍্যাস এজেন্সী। তাতেই শীর্ষ।

    তবে এই লকডাউনে গরীব যোজনায় দুস্থদের কথা মাথায় রেখে, বিনা ডেলিভারী চার্জে পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের বাড়ীতে।
    করোনা আবহে ডেলিভারী বয়রাও প্রাঁনের ঝুঁকি নিয়ে জরুরি পরিষেবা চালিয়ে যাচ্ছেন গ‍্যাস বিতরনে,একরাশ তাদেরকেও।