|
---|
আব্দুস সামাদ, জঙ্গিপুর: আনিসের হত্যার প্রতিবাদে এইদিন অর্থাৎ শুক্রবার গোটা জঙ্গিপুর শহর জুড়ে জঙ্গিপুর যুব সমাজ ও জঙ্গিপুর প্রতিবাদী মঞ্চের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ।
হাওড়া জেলার আমতা থানার nrc, ও আলীয়া ভার্সিটির আন্দোলনের প্রতিবাদী মুখ আনিস খানকে রাতের অন্ধকারে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করে পুলিশিবেসে আসা দুষ্কৃতী বলে জানাজায়। পড়ে অবশ্য এই তদন্ত শুরু হওয়ার পর ৩ জন asi কে সাসপেন্ড করেছে, তবে সূত্র মারফত খবর পাওয়া যায় এই ঘটনায় পুলিশ জড়িত রয়েছে,আনিস খান কে তারায় হত্যা করেছে।এবং একজন হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার কে আটক ও করেছে।
তবে দ্বন্দ্বের মধ্যে রয়েছে আনিসের পরিবার। সেই হোমগার্ড ও সিভিক কে নিশ্চই ওপরে থাকা কোনো আধিকারিক পাঠিয়েছে বলে অনুমান করেন। এই নিয়ে শুধু সিট নয় cbi তদেন্তের একাধিক বার দাবিও জানিয়েছে আনিসের বাবা ও দাদা। তাই cbi তদন্ত সহ্য আনিসের হত্যা কারিদের দ্রুত বের করে দৃষ্টান্ত মুলুক শাস্তির দেওয়ার দাবি তুলেছেন আজকের প্রতিবাদ সভা থেকে।
এছাড় ও একাধিক জন বলেন রাজ্য সরকারের অঙ্গলোহিনিতে এই হত্যা হয়েছে। এবং পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার। যদি একের পর এক রাষ্ট্র দূরে এইভাবে হত্যা হতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কেন।