|
---|
দেবজিৎ মুখার্জি, নদীয়া: মহুয়া মৈত্রের উপর ভরসা রাখল তৃণমূল। সোমবার কিছু জেলার নেতৃত্বে বদল এনেছে ঘাসফুল শিবির। তবে নদিয়ার কৃষ্ণনগরে সংগঠন সামলাতে মহুয়ার উপরই ভরসা রাখল দলের শীর্ষ নেতৃত্ব। ইতিপূর্বে এই পদে ছিলেন কল্লোল খাঁ। এর পরই নিজের এক্স হ্যান্ডেলে দলকে ধন্যবাদ জানিয়েছেন মহুয়া। লিখেছেন, দলের জন্য কাজ করতে প্রস্তুত তিনি। কৃষ্ণনগরের মানুষের জন্য় সবসময় কাজ করতে চাই।