শিফা হিজামা পয়েন্টের উদ্যোগে মেমারিতে কাপিং থেরাপি।

নিজস্ব সংবাদদাতা : শিফা হিজামা পয়েন্ট এর উদ্যোগে মেমারিতে অনুষ্ঠিত হলো কাপিং থেরাপি সচেতনতা শিবির। এই সচেতনতা শিবিরের উদ্যোক্তা ও হিজামা থেরাপিস্ট হাফিজ আহমাদুল্লাহ। মেমারি ১১ নং ওয়ার্ডের এই শিবিরে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি, রেজাউল করিম কাসেমী, বিশিষ্ট চিকিৎসক শেখ কুতুব উদ্দিন, কারী শামসুজ্জামান, মাওলানা শাহাদাত হোসেন। শিফা হিজামা পয়েন্ট এর কর্ণধার ও হিজামা থেরাপিস্ট হাফিজ আহমাদুল্লাহু জানান, হিজামা একটি অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। আনুমানিক তিন বছর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে এর চিকিৎসা পদ্ধতি চালু আছে। ভারতবর্ষেও এই চিকিৎসার যথেষ্ট জনপ্রিয়তা আছে। সুনির্দিষ্ট পদ্ধতিতে দেহের মধ্যে থেকে টক্সিন বা দূষিত রক্ত বার করার মাধ্যমে শরীরের বহু কঠিন ও জটিল রোগের সমাধান হয়। এই চিকিৎসা পদ্ধতি নারী ও পুরুষ উভয়দের দেওয়া হয়। ৯০ শতাংশ মানুষ এই চিকিৎসা পরিষেবা সন্তোষ প্রকাশ করেন। শিফা হিজামা পয়েন্ট রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এই চিকিৎসা পদ্ধতি প্রসার ঘটানোর জন্য উদ্যোগী হয়েছে।