জন্মাষ্টমী উপলক্ষে জীবন্ত মানুষের প্রদর্শনী

সেখ সামসুদ্দিন, ৬ আগস্টঃ জন্মাষ্টমী উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেমারি মায়ের কোলপাড়ায় দুদিনের জীবন্ত মানুষের ঝুলন প্রদর্শনী করা হয়। বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই প্রদর্শনী আজ ও কাল চলবে। এই সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা ও সন্ধ্যা সাতটা থেকে আটটা নিয়মিত মেডিকেশন এর ক্লাস হয় যা সম্পূর্ণ বিনামূল্যে বলে জানান ব্রহ্মকুমারী রুমা বহেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল বিশিষ্ট চিকিৎসক অভয় সামন্ত বর্ধমান সাধনপুরের পূজা পিতা ব্রহ্মকুমারী হিস্টোরি ও বিশ্ববিদ্যালয় ব্রহ্মকুমারী রুমা বহেন। শো চলাকালীন মাঝেমধ্যেই বাচ্চাদের নিয়ে নৃত‍্যানুষ্ঠান করা হয়।