শিক্ষক দিবসে বস্তির পড়ুয়াদের শিক্ষা সামগ্রী তুলে দিল প্যায়ারা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এক অভিনব শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নিল। বর্ধমান শহরের উপকণ্ঠে তেলিপুকুর মল্লিকপুর এলাকায় দুস্থ পড়ুয়াদের মাঝে হাজির হয়েছিল এই সংস্থাটি। এখানে দীর্ঘ ২২ বছর ধরে দুস্থ পড়ুয়াদের বিনা পারিশ্রমিকের টিউশন পড়াচ্ছেন শিক্ষক রামচন্দ্র দে। সংস্থাটির পক্ষ থেকে দুস্থ পড়ুয়াদের পেন, পেন্সিল, ইরেজার, সার্ফনার, খাতা ও অঙ্কন সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষক রামচন্দ্র দে কে দেওয়া হয় অন্ধকারে আলো দেবে এমন বাতি, হোয়াইট বোর্ড, মার্কার, ডায়েরি ও অন্যান্য শিক্ষা সামগ্রী। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, প্রায় দুই যুগ ধরে বিনা পরিশ্রমিকে রামচন্দ্র দে মহাশয় দুস্থ পড়ুয়াদের শিক্ষাদান করে আসছেন। এই অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় এমন শিক্ষক মেলা ভার। শিক্ষিত সুরক্ষিত সমাজ গড়ে তোলার লক্ষ্যে উৎসাহ প্রকল্পের আওতায় তাঁদের এই পদক্ষেপ। আগামী দিনে বর্ধমানের বস্তি এলাকায় এই প্রকল্প চালু করা হবে। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, শিক্ষক দিবসের অনুষ্ঠানে দুস্থ পড়ুয়ারা বিনামূল্যে শিক্ষা সামগ্রিক ভীষণ খুশি হয়েছে। এদিন পরুয়াদের উৎসাহিত করতে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিক্ষক রামচন্দ্র দে বলেন, যতদিন বেঁচে থাকবো দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করে যাবো। সংস্থার সহ কোষাধক্ষ চৈতালি ঘোষ এই এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেবেন। সংস্থার সুরক্ষা অফিসার ব্ল্যাক বেল্ট প্রাপক মনীষা মন্ডল পরিচালনা করবেন। সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, ঐন্দ্রিলা সাধুখা, মনীষা মন্ডল, শিল্পা অধিকারী, অয়ন মাঝি, স্নিগ্ধ দাস, শ্রাবন্তী দাস, স্বর্ণশ্রী চ্যাটার্জী প্রমুখ।