রামছাগল হারিয়ে গেছে আমার খোঁজার দরকার নেই বললেন অনুব্রত মণ্ডল কে এই রাম ছাগল

রামছাগল হারিয়ে গেছে আমার খোঁজার দরকার নেই বললেন অনুব্রত মণ্ডল কে এই রাম ছাগল

    নতুন গতি নিউজ ডেক্স

    পশ্চিমবঙ্গের 42 টি লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন|রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জোরকদমে ভোটের প্রস্তুতি| দেওয়াল লেখন শুরু করে দিয়েছেন দলের কর্মীরা |লোকসভার প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটের প্রচারের জন্য| এদিকে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আজ বোলপুরে ডাকবাংলো মাঠে বুথ ভিত্তিক সভা করেন|এবারে বীরভূমের লোকসভা প্রার্থী শতাব্দী রায়| বোলপুর সভা শেষে অনুব্রত মণ্ডল কে গতবারের বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অনুপম হাজরার বিজেপিতে যোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন রাম ছাগল হারিয়ে গেলে আমি খোঁজার প্রয়োজন মনে করিনা, যার দরকার পড়বে রাম ছাগলকে খুঁজে আনবে |বীরভূমের জেলা সভাপতি এর আগেও ভোটে নানা বার বিতর্কে জড়িয়েছেন কখনো চরম চরম ,কখনো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে,কখনো আবার গুর বাতাসা ,পাচন ইত্যাদি ধ্বনি তোলে| এবার তিনি লোকসভা ভোটের আগে নেতা কর্মীদের নকুলদানা বাড়িতে পাঠিয়ে দেওয়ার ঘোষণা করলেন|