নকলে বাধা দেওয়ায় স্কুলে ভাঙচুর, বোমাবাজি ও চরম অশ্লীলতা

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষদিন গিরিয়া হাইস্কুলে ভূগোল পরীক্ষা শেষ হওয়ার পর জোতকমল হাইস্কুল ও খামড়া ভাবকি হাইস্কুল এর ছাত্রছাত্রীরা ভাঙচুর করে ,চেয়ার টেবিল,ফ‍্যান, ইলেকট্রিক সুইচ বোর্ড ‌,বাল্ব , জলের ট‍্যাপ , ডাস্টবিন ভাঙচুর করে । তারপর স্কুলের পেছনদিকের দেওয়ালে কিছুক্ষণ পর পর তিনটি আসল দেশী বোমা ফাটায় ছাত্রছাত্রীরা বলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ।

    এসময় পাশের রাধানগর গ্রামবাসীরা এসে হাতেনাতে দশজন ছাত্রছাত্রীদের ধরে গণধোলাই দিতে যাচ্ছিল। সেইসময় স্কুলের শিক্ষকরাই আবার গিয়ে সেই ছাত্রছাত্রীদের উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করেন ।খামড়া ভাবকি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক এসে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। নিজ স্কুলের ছাত্রছাত্রীদের ভৎসনা করেন। তাদের উপযুক্ত শাস্তি দেবার আশ্বাস দিয়ে দোষী ছাত্রছাত্রীদের সঙ্গে করে নিয়ে যান। গিরিয়া হাইস্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নকলে বাধা দেবার জন্যই ছাত্ররা এমন অপকীর্তি চালিয়েছে।

    উল্লেখ্য, এবারে এই স্কুলের পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে চরম অধঃপতনের নিদর্শন দেখা যায়। মেইন গেটেই পুরো সার্চ করে প্রবেশ করানোর সময় ছাত্রদের কাছ থেকে কন্ডমের ভেতরে নকল উদ্ধার করা হয়। এতে শিক্ষক – শিক্ষিকারা চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। গিরিয়া হাইস্কুলের শিক্ষক আসিফ আহমেদ জানালেন, ‘পাঁচবছরের শিক্ষকতায় এমন লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হইনি।”