দেশের সেনা ও শান্তি- সম্প্রীতির জন্য দোওয়া করলেন পীরজাদা মেহরাব সিদ্দীকি

সেখ আরাফত আহমেদ, ফুরফুরা: আজ ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াবের দ্বীতিয় দিনে লক্ষ, লক্ষ ভক্ত ও মুরীদগন ফুরফুরা দরবার শরীফে আসেন ।
সুশৃঙ্খলভাবে , সারিবদ্ধভাবে পীর আবু বকর সিদ্দীকি (রহঃ) হুজুরের মাজার জিয়ারত করেন এবং বিভিন্ন বক্তার বক্তব্য শোনেন। ফুরফুরা শরীফের এই ঐতিহাসিক, ঐতিহ্যমন্ডিত ইসালে সওয়াবের ইতিহাস সমন্ধে জমিয়তে উলামায়ে বাংলার সর্বভারতীয় সাধারন সম্পাদক পীরজাদা মেহরাব সিদ্দীকি বলেন যখন অবিভক্ত ভারতবর্ষে ইসলাম ধর্মের মানুষ ঊরসের নামে অনৈসলামিক কর্মকান্ডে লিপ্ত ছিল এবং ঊরসের নামে শরিয়ত বিরোধী কার্য্যকলাপে লিপ্ত থেকে বাংলা সহ অবিভক্ত বাংলাদেশে বঙ্গীয় মুসলিম সমাজে কূসংষ্কার ও অন্ধবিশ্বাসের দাবানলে দ্বন্দ ও বিভাজনে সমাজকে কলুষিত করে তুলেছিল, সেই সময় পীর আবুবক্কর সিদ্দীকি(রহঃ) হুজুরের আন্তরিক প্রয়াসে উক্ত অনৈসলামিক সংষ্কৃতি থেকে মুসলিম সমাজকে প্রকৃত ইসলামের আলোয় আলোকিত করতে তিনি প্রতিষ্টা করেছিলেন এই ঐতিহাসিক তিনদিন ব্যপি ইসালে সওয়াব যা হুজুরের আদর্শ অনুযায়ী ১১৯ বছর অতিক্রম করলো ।
আজ ইসালে সওয়াবে আগত মেহমানদের জন্য পীরজাদা মেহরাব সিদ্দীকী শান্তি ও সম্প্রীতির বার্তা দেন এবং বলেন যে ভারতবর্ষ তথা বাংলাতে বর্তমানে এক অসাধূ চক্র সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই তা়ই আমাদের সকলকে একত্রিত হতে হবে ।তিনি সকল মূরীদদের নিয়ে দেশের সেনা ও সাধারন মানুষের জন্য দোওয়া করেন ।