|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত জামালপুর পঞ্চায়েত সমিতির আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের ঝাপান ডাঙ্গায় নতুন রাস্তা নির্মাণ হল। ঝাপান ডাঙ্গা বাজার থেকে আমড়া গ্রাম পর্যন্ত মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শাহ পঞ্চায়েত প্রধান হিসেবে শপথ নেওয়ার এই রাস্তা নির্মাণ করার জন্য প্রতিশ্রুতি দেন। এলাকার নিত্যযাত্রীসহ স্কুল কলেজের ছেলে-মেয়েদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শাহ জানান, রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের থেকে এই নতুন রাস্তা নির্মাণ করা হল। মা মাটি মানুষের জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গ্রামের আমূল পরিবর্তন হোক। জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান কে তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই নতুন রাস্তা নির্মাণ হওয়ার ফলে এলাকাবাসী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।