|
---|
সেখ আব্দুল আজীম : কলকাতা প্রেস ক্লাবে পুস্তক প্রকাশিত হয়ে গেল। সেই গ্রন্থটির নাম “ডার্ক ট্রাভার্স”। এই বইটি প্রকাশিত হয় নোশনপ্রেস থেকে এবং লিখেছেন বিশিষ্ঠ লেখিকা সুলগ্না চৌধুরী। লেখিকা bangalore নিবাসী এবং বহুদিন ধরে সাইবার ক্রাইম ও নিরাপত্তা নিয়ে কাজ করে চলেছেন।
এই বইটি বিশেষ করে মহিলাদের নিত্য নতুন সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু সাবধানতা নিয়ে আলোচনা করা হয়েছে।
এদিন বুক লঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ অফিসার ইনচার্জ ও প্রাক্তন নারকোটিক অফিসার শ্রী অমিত চ্যাটার্জী , সাংবাদিক স্বর্ণালী মিতা সরকার, আরজে নিলম ও প্রভৃতি বিখ্যাত মানুষজন। লেখিকার আশা এই যে সমগ্র দেশে এই পুস্তকটির প্রয়োজনীয়তা ও প্রাপ্য সম্মান লাভ করবে।