বর্ধমানে শুরু হল অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৬ তম বইমেলা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানে অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৬ তম বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা বইমেলার পরই রাজ্যে মফস্বল এলাকায় অভিযান গোষ্ঠী আয়োজিত বইমেলা অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে বলে জানালেন বইমেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী। বইমেলার উদ্বোধন করে তপন বন্দ্যোপাধ্যায় জানালেন, বই মানুষকে ঋদ্ধ করে। বিশ্বায়নের প্রভাব সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক পদক্ষেপ রচনা করে চলেছে। বইপ্রেমীদের অধিকাংশ মোবাইল মুখী হয়ে পড়েছেন। ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের ও অধিকাংশ মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন। এক চরম সংকটের সৃষ্টি হয়েছে বলে তপন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। তপনবাবু বক্তব্য রাখতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন যে, চারিদিকে বইমেলা হচ্ছে কিন্তু বিক্রি তেমন বাড়ছে না। বইও আমাদের সময় ও অসময়ের বন্ধু হতে পারে। বইমেলা আয়োজকদের প্রতি তিনি বলেন, বিশেষ করে শিশুদের উপযোগী অনেক স্টল এর ব্যবস্থা রাখা দরকার। সাধারণভাবে তিনি আর ও তিনি জানান শিশু বইমেলা হওয়া দরকার। দক্ষিণ কোরিয়াতে প্রত্যেক বাড়ি বাড়ি লাইবেরিয়া আছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরও এই ধরনের ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার। বইমেলা আয়োজকদের অন্যতম কর্ণধার নিরূপম চৌধুরী জানান, ১৯৭৯ সাল অভিযান গোষ্ঠী নিরবচ্ছিন্নভাবে বইমেলা করে আসছে। রাজ্যে মফস্বল এলাকায় অভিযান গোষ্ঠী বইমেলা করে পথপ্রদর্শকের কাজ করে আসছে। অভিযান গোষ্ঠীর বইমেলা দেখাদেখি করে সারা রাজ্যে প্রসার ঘটায় নিরুপমবাবু সন্তোষ প্রকাশ করেন। প্রতি বছরই এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেবপ্রসন্ন পুরস্কার দেওয়া হয়। এবার দেবপ্রসন্ন পুরস্কার দেওয়া হল কাটোয়ার প্রেমানন্দ ইনস্টিটিউট। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, এপার বাংলা ওপার বাংলায় জনপ্রিয় সাহিত্যিক আরণ্যক বসু, কবি মালবিকা মজুমদার, বইমেলা কমিটির সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য প্রমুখ। বইমেলা প্রাঙ্গনে কলকাতা কলেজ স্ট্রিট পাড়ার নামিদামি প্রকাশকেরা তাদের স্টল বসিয়েছে। এছাড়াও জেলা ও সংলগ্ন জেলার কবি সাহিত্যিক রাও মেলা প্রাঙ্গনে টেবিল নিয়ে স্টল বসিয়েছেন। বইবেলা উপলক্ষে বিভিন্ন দিনে থাকছে আলোচনা, সেমিনার, সাহিত্য সভা ও সান্ধ্যকালীন অনুষ্ঠানে মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় আয়োজকদের পক্ষ থেকে প্লাস্টিক বর্জন করার ডাক দেওয়া হয়।