|
---|
নতুন গতি, চাঁচল,২৮ অক্টোবর: টোটোর ধাক্কায় মৃত্যু হলো তিন বছরের এক শিশুর। জানা যায়,শিশুর নাম সম্পা মুশাহর(০৩)। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের মালতিপুর জালালপুর রাজ্য সড়কের বত্রিশকোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাস্তা পার হওয়ার সময় মাইনুল ইসলাম নামে এক টোটো চালক ওই শিশুটিকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় মালতিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় শিশুর বলে খবর। এরপরে উত্তেজিত জনরোষের মুখে পড়ে টোটো চালক। জানা যায় টোটো চালক মাইনুল ইসলাম জালালপুর মধ্যমপাড়ার বাসিন্দা।
ঘটনা নিয়ন্ত্রন আনতে চাঁচল থানা থেকে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। দেহটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ।