|
---|
নতুন গতি, রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বড়বেলুন গ্রামে বড় মায়ের পুজো ৭০০ বছরের পুরোনো। বড় মায়ের মূর্তিটি ১৪ ফুট লম্বা। বড় মায়ের পুজো হয় মহা ধুমধামে। পুরোনো রীতি মেনে পুজো করা হয়।পুজোতে পশু বলিদান প্রথা চালু রয়েছে। বড়বেলুনগ্ৰাম ছাড়াও আশপাশের এলাকা থেকে মানুষেরা বড় মায়ের পুজো দেখতে ভিড় করেন। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ বড় মায়ের পুজো দেখতে আসেন বড়বেলুনগ্ৰামে। পুজো উপলক্ষে বসে মেলা। পুলিশের নজর থেকে এলাকায়। ভাইফোঁটার দিন বড় মা বিসর্জন করা হয়।