|
---|
নতুন গতি, রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নাসিগ্ৰামে নেড়া মায়ের পুজো ৫০০ বছরের পুরোনো। নেড়া মায়ের পুজো হয় মহা ধুমধামে। এখনো ভট্টাচার্য বাড়ির মন্দিরে নেড়া মায়ের পুজো হয়ে আসছে। ভট্টাচার্য বাড়ির মন্দিরে তন্ত্র মতে নেড়া মায়ের পুজো করা হয়। পুজোতে মায়ের সামনে ছাগ বলিদান ছাড়াও মহিষ বলিদান প্রথা চালু রয়েছে। ভট্টাচার্য বাড়ির মন্দিরে নেড়া মায়ের পুজো দেখতে গ্ৰামবাসীরা ভিড় জমায়।