|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : কলা চাষীদের কলা চাষে উদ্বুদ্ধ করতে কলা চারা বিতরন করলো সাগরদিঘীতে,পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা, পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন উন্নয়ন নিগমের উদ্যোগে এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহায়তায় ৩রা এপ্রিল রবিবার বেলা ৩ ঘটিকার সময় মুর্শিদাবাদের সাগরদিঘী এস.এন. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন অধীনে ফলের বাগান তৈরীর সুবিধা প্রদান প্রকল্পের উদ্বোধন হলো। এদিনের সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব ডঃ সুব্রত গুপ্ত (আই. এ. এস), পুলিশ সুপার জঙ্গিপুর জেলা পুলিশ ভোলানাথ পান্ডে, মন্ত্রী শ্রী সুব্রত সাহা, সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটর্জী প্ৰমুখ।স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও চাষী ভাইদের কলা চাষে উদ্বুদ্ধ করতে ও তাদের আর্থিক স্বনির্ভর করতে কলা চারা বিতরণ করা হয়।