|
---|
নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি : মালদার কালিয়াচক-২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের পালুটোলা গ্রামের বাসিন্দা হেসামুদ্দিন আহমেদ। কৃষক পরিবারে তাঁর জন্ম ১ জুন ১৯৫৩ ; পেশায় ছিলেন একজন দলিল লেখক। তার পাশাপাশি দুই বারের মালদা জেলাপরিষদের সদস্য, ১৫ বছর ধরে গ্রামপঞ্চায়েত সদস্য , স্কুল ও মাদ্রাসার পরিচালন কমিটিতে দক্ষতার সাথে কাজ সম্পাদন করেছেন। সমাজসেবা ও নানা কাজে মানুষের হৃদয়ে ছাপ রেখেছেন। সকলের কাছে জনপ্রিয় ছিলেন। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর ২০১০ সালে প্রয়াত হন হেসামুদ্দিন আহমেদ। তাঁর বিভিন্ন কাজ ও দলমত ধর্ম নির্বিশেষে সেবাব্রতি আচার আচরণের জন্য আজ ও স্মরনীয় তিনি।পরিবারের উদ্যোগে তাঁর স্মৃতিতে “হেসামুদ্দিন আহমেদ মেমোরিয়াল কে জি” নামাঙ্কিত স্কুল ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৪৫০ জন ছাত্র ছাত্রী পড়াশোনা করছে।এছাড়া প্রতিবছর তাঁর প্রয়াণ দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয় বিদ্যালয় অঙ্গনে। এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল এই কর্মসূচি। বুধবার পরিবার ও স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার উদ্যোগে উৎসাহ উদ্দীপনা নিয়ে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালিয়াচক-২ ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত মল্লিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক, মোথাবাড়ি নতুন চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায়, গঙ্গাভাঙন প্রতিরোধ আন্দোলনকারী নেতা তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক সেজাউল আহমেদ, সম্পাদক সামিউল আহমেদ সহ অনেকে। স্কুলের সম্পাদক সামিউল আহমেদ জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর প্রয়াণ দিবসে সকলের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বাবাকে সকলেই ভালোবাসতেন। আমরাও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তাঁকে স্মরণ করছি। এদিন ৩ জন মহিলা সহ প্রায় ৬৭ স্বেচ্ছায় রক্তদান করেন।প্রসঙ্গত, সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতর এই কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয় সামিউল আহমেদ সেই পুরস্কার গ্রহণ করেন।