দুর্ঘটনা রুখতে জাতীয় সড়কের পঞ্চাশ জায়গায় বোর্ড লাগালো গলসি পুলিশ

 

    স্টাফ রিপোটার, আজিজুর রহমান: গলসি পথ দুর্ঘটনা রুখতে গোটা জাতীয় সড়ক জুড়ে সচেতনতার বোর্ড লাগালো গলসি থানার পুলিশ। ১৯ নং জাতীয় সড়কের উপরের স্কুল মোড়, বাজার, ব্রীজ সহ বিভিন্ন গ্রামের পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ জায়গায় ওই বোর্ড লাগানো হয়েছে। জানতে পারা গেছে, গত কয়েকমাস ধরে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ফুটপাত কেটে দেওয়ায় তখন থেকে নিত্যদিন ছোটখাটো পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। এই কদিনে সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন বেশকিছু মানুষ। তবে সড়ক সম্প্রসারণ শুরু হওয়া থেকে সড়কে ট্রাফিকের পরিমান বাড়িয়ে দিয়েছিল পুলিশ। পাশাপাশি এলাকার টোটো, মোটরসাইকেল সহ স্থানীয়দের সতর্ক করতে মাইকিংও করা হয়েছিল। তবুও গলসি এলাকায় নিত্য দুর্ঘটনা ঘটে চলেছে। তবে এবার সড়কের পঞ্চান্নটি জায়গায় বোর্ড লাগিয়ে মানুষ সহ যানবহন চালক দের সতর্ক করার ব্যবস্থা করলো গলসি পুলিশ। টোটো চালক দীনবন্ধু রুইদাস বলেন, সরাকার যেমন আমাদের সচেতন করছে আমাদেরও উচিত সাবধানে পথ চালচল করা। পুলিশের সাথে সাথে আমারাও স্থানীয়দের সচেতন করবো। তিনি বলেন রাস্তার পাশে দুদিকে কেটে দেবার জন্য দুর্ঘটনা বেড়েছে। এর ফলে পুলিশের চাপ বেড়েছে। এমন কাজের জন্য তিনি গলসি ওসিকে ধন্যবাদ জানান।গ্রামবাসী গৌতম দেবনাথ বলেন, গলসি পুলিশ ভাল কাজ করছে। মোড়ে মোড়ে কাটআউট লাগাচ্ছে। সেফ ড্রাইভ সেভ লাইফ পোগ্রাম করছে। জনগনকে সচেতন করছে। এটা খুবই ভাল উদ্যোগ। তবে পুলিশের একার দ্বারা দুর্ঘটনা রোখা সম্ভব হবে না।  সাথে সাথে আমাদের সচেতন হতে হবে। গ্রামের স্কুল পড়ুয়াদের পারাপারের জন্য তিনি তাদের বাদামতলা এলাকায় ট্রাফিক দেওয়ার আবেদন

     

    জানান।