|
---|
উওর চব্বিশ পরগনার হালিশহরে এক রক্ত দান শিবির
নতুন গতি,নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনা: উওর চব্বিশ পরগনার হালিশহরে এক রক্ত দান শিবিরের আয়োজন করেন এলাকার বিশিষ্ঠ নামকরা সমাজ সেবিকা মিস্ পরনালী ব্যনারজী উনি বিশেষ করে থ্যালেসেমিয়া নিয়ে নিরলসভাবে কাজ করেযান সমাজে।
বিশিষ্ট সমাজ সেবি তপন শিকদার ও নিমাই গাইন,মেঘা চৌধুরী (মানবাধিকার কমিশনের উওর বঙ্গ সেক্রেটারি) আপরনা দাস ,(মানবাধিকার কমিশনের উওর চব্বিশ পরগনার সেক্রেটারি )
প্রায় ৫০ জন রক্ত দান করেন,তিনি জানান এই রক্ত থ্যালেসেমিয়া রুগীদের জন্য সংরক্ষণ করা হল,তিনি সারা রাজ্য ব্যাপি থ্যালেসেমিয়া নিয়ে কাজ করে থাকেন।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ মুখার্জি ন্যাশানাল সেক্রেটারি মানবাধিকার কমিশন,মুফতি গোলাম হাবিব(বিশিষ্ঠ সমাজ সেবি, প্রতিষঠাতা ও সাধারণ সম্পাদক ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ,
এবং ঐ দিনেই রিষড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম,যেখানে ফুটপাত বাসিদের এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাবার চাল,ডাল ,তেল,নুন থেকে শুরু করে সব কিছু জিনিস মহিলা পরিচালিত নন বেঙ্গলি সংস্থা তুলে দেন আমার হাত দিয়ে।