পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সুন্দরবন জেলা পুলিশের সভা

নবাব মল্লিক, মন্দিরবাজার: দেবীপক্ষের সূচনায় সুন্দরবন জেলা পুলিশের আয়োজনে ডি.এস.পি মন্দিরবাজার অফিসে আসন্ন শারোদৎসব শান্তিতে এবং নির্বিঘ্নে যাতে অতিবাহিত হয় এবং প্রতিটি পূজা মণ্ডপে সি.সি.টিভি ব্যবহার করার আবেদন রাখলেন পূজা উদ্যোক্তাদের সামনে মাননীয় পুলিশ সুপার বৈভব তেওয়ারি আই.পি.এস। উক্ত সভায় মাননীয় বিধায়ক কুলপি এবং বিধায়ক মন্দিরবাজার উপস্থিত থেকে এই জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পীঠস্থান বলে ব্যাখ্যা করেন। এছাড়াও বঙ্গীয় ইমাম পরিষদের সম্পাদক আলমগীর লস্করও উপস্থিত থেকে এই অঞ্চলের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রেক্ষাপট আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার শ্রী পারভীন প্রকাশ, আই.পি.এস সহ বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী চন্দন কুমার মাইতি, মন্দিরবাজার জোনের সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিক, থানার ভারপ্রাপ্ত অফিসারগণ এবং সি.আই মন্দিরবাজার উপস্থিত ছিলেন। উপস্থিত পূজা সংগঠকদের ২৫ হাজার টাকার চেক এবং মহিলা পরিচালিত সংগঠিকাদের ৩০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী দেবাশীষ ব্যানার্জি ডি.এস.পি মন্দিরবাজার।