|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : রাজ্যে করোনা অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ । ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন তিনি।
চিঠিতে এই করোনা অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়ার বদলে পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণ করার দাবি জানিয়েছেন সিপির রাজ্য সভাপতি ।
চিঠিতে সৌরভবাবু লিখেছেন, ” এই মুহূর্তে ভারতবর্ষে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে এবং আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, তাই এই অতিমারী পরিস্থিতিতে সমস্ত ছাত্রছাত্রীদের টীকাকরণ না করিয়ে সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়া তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমান । যা কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়।”
ফলে এই অতিমারী পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়ার বদলে পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি জানিয়েছেন সৌরভবাবু ।