|
---|
‘মহানুভবতার দেয়াল’এর উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে চারাগাছ, মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ – জলঙ্গীতে
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, জলঙ্গী : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে যখন নানান অনুষ্ঠান হচ্ছে। সেই দিক থেকে মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর জোড়তলায় ৫ই জুন শনিবার- “মহানুভবতার দেয়াল ” এর উদ্যোগে এদিন চারাগাছ বিতরণ করে ৫০০ জন পথ চলতি মানুষের মাঝে। সেই সাথে যে ভাবে করোনা বেড়ে চলেছে তার সংক্রমণ ঠেকাতে ও সচেতনতা বাড়িয়ে তুলতে তাদের প্রত্যেক কে দেওয়া হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। সেই সাথে জলঙ্গী মহাবিদ্যালয় চত্তরে বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়। যদিও এই সমস্ত কিছু করা হয় করোনা স্বাস্থ্য বিধি মেনে। এই ” মহানুভবতার দেয়াল” সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে।
এই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রবিউল হক জানায় – বর্তমান পরিস্থিতিতে পরিবেশেকে দূষণ মুক্ত রাখতে গাছের বড় ভূমিকার কথা মাথায় রেখে সকল সদস্যের সিদ্ধান্ত অনুসারে মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। এবং প্রত্যেককে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়। সংস্থার সম্পাদক সামসুজ জামান বলে- আমারা এই ভাবে মানুষের পাশে থাকতে পেরে খুশি আর এই খুশির পেছনে রয়েছে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা সেই সাথে প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম। আরও জানায় আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ” মহানুভবতার দেয়াল” আরও মানুষের পাশে এবং সমাজ সেবামূলক কাজ করতে পারবে বলেও আশাবাদী। এতে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা তাদের দাবি এমন নিঃস্বার্থ কাজ সমাজে বড় প্রয়োজন যা “মহানুভবতার দেয়াল ” এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত।