বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উঃ চব্বিশ পরগনা জেলা বনবিভাগের উদ্যোগে প্রতিকি বৃক্ষ রোপন কর্মসূচী পালন

নতুন গতি ডেস্ক : ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে থিম সং “বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার”। সেই লক্ষ্যে আজ ৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উঃ চব্বিশ পরগনা জেলা বনবিভাগের উদ্যোগে প্রতিকি বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

    জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রসাশনিক আধিকারিকদের তৎপরতায় বিগত বছরের ন্যায় এবারও করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বিধি মেনে সরকারি নির্দেশ মতো বৃক্ষ রোপন সম্পন্ন হয়।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.এফ.ও নিরঞ্জিতা মিত্র, এ.ডি.এফ.ও কৃষ্ণা চন্দ্র সিকদার, রেঞ্জার ভাস্কর্য জ্যোতি পাল সহ অন্যান্যরা।