|
---|
সংবাদদাতা : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মেমারি ব্লকের উদ্যোগে মেমারি ২নং ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি হরিসাধন ঘোষ মহাশয় ,আই, এন ,টি ইউ,সির সভাপতি গুরু প্রসন্ন ঘোষ মহাশয় , তৃণমূলমহিলা সমিতির সভাপতি রাজলক্ষ্মী হাটি মহাশয়া এবং যুব সভাপতি হিমাদ্রি মন্ডল মহাশয়কে ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করলো।