বাঁকুড়া এমপ্লয়ীজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে জয়ী বাম প্রগতিশীল জোট!

নিজস্ব সংবাদদাতা; বাঁকুড়া এমপ্লয়ীজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে জয়ী বাম প্রগতিশীল জোট।

    ৯টি আসনের ৭টিতে জয়ী বাম প্রগতিশীল জোট

    এবং বাকি তৃণমূল কংগ্রেস জয়ী ২টি আসনে ।

    মূলত বাঁকুড়া পৌর শ্রমিক কর্মীরা এই ভোটে অংশগ্রহণ করেছিল

     

    বাম জয়ী প্রার্থী

    বিকাশ আচার্য -১১৩

    মানিক রায়-১১০

    সন্দীপ বিশ্বাস-১০৬

    দেবব্রত ভট্টাচার্য-১০২

    পিউ রায় মুখার্জি-৮৩

    কৃষ্ণা তুংগ-৭৬

    বুধন বাউরি-৮১

     

    তৃণমূল কংগ্রেস এর প্রাপ্ত ভোট

    জয়ী দুই জন

    মনসারাম দে-৯৪

    রমেশ লাল-৮৫

    তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী

    সমরেশ মুখার্জি -৩৫

    লুতফার রহমান-৩৪

    ববিতা হাঁড়ী-১৮

    সুনিতা হাঁড়ি-১৪

    প্রতিমা চ্যাটার্জি-২৪

    সঞ্জয় দাস বাউরি-১৪