|
---|
কেশপুর: হাতে আর তিন দিন বাকি। প্রচারে আর খামতি রাখতে চান না। প্রথম পর্বে মিটিং মিছিল হলেও এখন চলছে বাড়ি বাড়ি প্রচার, তৃণমূলকে কেন ভোট দেয়া হবে তার লিফলেট বিলি। সেইসঙ্গে চাটাই বৈঠক। মানুষকে বোঝাচ্ছেন কেন তৃণমূলকে ভোট দিবেন। তিনি প্রার্থী না হলেও কেশপুর ব্লকের মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হাসানুর জামান নাওয়া খাওয়া ভুলে জেলা পরিষদের প্রার্থী হাবিবা বেগমকে জেতানোর জন্য মরিয়া চালাচ্ছেন। হাসানুজ্জামান বলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জিতে গেলেও জেলা পরিষদের আসনে এবারে ভোট হচ্ছে। জেলা পরিষদের প্রার্থী হাবিবা বেগমের জয় একশো শতাংশ নিশ্চিত হলেও এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ করার জন্য আমরা প্রচার চালাচ্ছি। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর রাস্তাঘাট পানীয় জল সহ সার্বিক উন্নতি হয়েছে কিন্তু মানুষের চাহিদার অন্ত নাই। তাই আমরা আরো মানুষের আর্থসামাজিক উন্নয়ন করার চেষ্টা করব বলে জানালেন অঞ্চল সভাপতি শেখ হাসানুজ্জামান। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এই অঞ্চলে থাকলেও পঞ্চায়েত ভোটে তার কোন প্রভাব নেই বলে তিনি জানালেন।
সোমবার কেওটপাড়া ও মিরাডাঙ্গা বুথে মিছিল ও সভা হয়। মিছিলে তৃণমূল কর্মী সমর্থকের প্রচুর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই পঞ্চায়েত ভোটে ঝাঁপিয়ে পড়ে প্রার্থীকে জেতানোর চেষ্টা চালানোর জন্য শেখ হাসানুজ্জামান অঞ্চল কমিটির সদস্য, বুথ সভাপতি, বুথ কমিটির সদস্য সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।