হুইল চেয়ারে করজোড়রত মুখ্যমন্ত্রী, তৃণমূলের নতুন স্লোগান ভাঙ্গা পায়ে খেলা হবে

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়ান


    দীয়ার রানাঘাট উত্তরপশ্চিম কেন্দ্রের প্রার্থী সংকর সিংহর স্বপক্ষে দেওয়াল লিখনে্ উঠে আসলো এমন চিত্র তৃণমূলের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে আঘাত লাগা বিজেপির চক্রান্ত! গোটা রাজ্যে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা, বিজেপি অবশ্য মনে করে ভোটের আগে আবেগকে কাজে লাগাচ্ছে তৃণমূল। তবে কর্মীরাও যে সে আবেগ প্রকৃতপক্ষে কাজে লাগাচ্ছে তা বোঝা গেল নদীয়ার ফুলিয়ার একটি নির্বাচনে দেয়াল অংকন থেকে সেখানে মুখ্যমন্ত্রীর আঘাতপ্রাপ্ত পায়ের সামনে রয়েছে বড় গোলাকার ফুটবল! পাশে লেখা ভাঙ্গা পায়েই খেলা হবেএ বাদেও স্বাস্থ্য সাথী বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা উঠে এসেছে বিভিন্ন দেওয়াল চিত্রে। রানাঘাট দক্ষিণ-পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কে পুনর্নির্বাচিত করার জন্য 87/সকল বুথ কর্মীরা হাত লাগিয়েছেন মূল শিল্পীর সাথে।

     

    তৃণমূল st.sc.obc সেলের দায়িত্বপ্রাপ্ত সৈকত দাস জানান, দিন হলো তারা দেওয়াল লেখার কাজ শুরু করেছেন, প্রায় 200 লেখা দেওয়াল লেখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ব্যঙ্গচিত্রতে তারা বিশ্বাসী নন, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প মানুষের কাছে আর একবার মনে করিয়ে দিতে পারলেই জয় নিশ্চিত এমনটাই বিশ্বাস করেন তারা। ফুলিয়া থেকে বাদকুল্লা যাওয়ার প্রধান সড়কে সারাদিন প্রায় আট দশ হাজার লোক যাতায়াত করেন সেই দেয়ালে হুইলচেয়ারে বসে করজোড়রত মুখ্যমন্ত্রী ওই বিধানসভার প্রার্থীর ভোট চাইছেন এমন দৃশ্য চোখে পড়লে , অনেকটাই প্রচারে সহায়ক হবে বলে মনে করেন তারা। এরকমই আরো বেশকিছু গুরুত্বপূর্ণ দেওয়ালে তারা বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরতে চলেছেন।