|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মহিলা কনস্টেবল পদে ২০২০ জনকে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানালেন “২০২০ মহিলা কনস্টেবলের মধ্যে ১৪২০ জনকে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে। কলকাতা পুলিশের ধাঁচে এঁরাও স্কুটি নিয়ে টহলদারি করবেন। গোয়েন্দা বিভাগে নিয়োগ হবে ৬০০ জন (মহিলা-পুরুষ উভয়েই)। জঙ্গলমহলে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগ হবে ১০৫ জন (এর মধ্যে ৪৮ জন প্রাক্তন মাওবাদী ও বাকিরা মাওবাদী পরিবারের সদস্য ও প্রাক্তনী)।”