সরাসরি ভাঙ্গনের কথা অস্বীকার করলেন শরদ পওয়ার

দেবজিৎ মুখার্জি: এবার সরাসরি ভাঙ্গনের কথা অস্বীকার করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁর “অজিত এখনও আমাদের দলের নেতা” মন্তব্য উস্কে দিয়েছে জল্পনা। এতে এমভিএ জোটের কংগ্রেস ও শিবসেনা (উদ্ধব শিবির) পড়তে পারে চাপে বলে মনে করছে রাজনৈতিক মহল।

     

    তিনি জানিয়েছেন, “অজিত যে এখনও আমাদের দলের নেতা, সে বিষয়ে কোনও সংশয় নেই। হ্যাঁ, কিছু নেতা ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়েছেন। গণতন্ত্রে তা তাঁরা নিতেই পারেন। যখন একটি দলে জাতীয় পর্যায়ে বিভাজন হয়, তখনই তাঁকে ভাঙন বলা যায়। এ ক্ষেত্রে তেমন কিছু হয়নি।”