|
---|
দেবজিৎ মুখার্জি: “মণিপুর হিংসা সংক্রান্ত সিবিআইয়ের হাতে থাকা মামলাগুলির শুনানি হবে অসমে” শুক্রবার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে এমনই নির্দেশ দিলো শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
ধৃতদের হেফাজতে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে সব ক্ষেত্রে সশরীরে হাজিরা দিয়ে শুনানির প্রয়োজন নেই। ভারচুয়ালিও শুনানি হতে পারে। সেজন্য মণিপুরের যে যে জায়গায় প্রয়োজন ইন্টারনেট চালু করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।