|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি,নদীয়া:পরিবারের একমাত্র উপার্জনের দুটি টোটো তে দুষ্কৃতীদের অগ্নিসংযোগ কোন অজানা শত্রুতায় রবিবার রাতে দুটি টোটো তে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে গেল, তা বুঝতেই পারছেন না পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর শহরের২১ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় অঞ্চলের দু নম্বর কলোনি নোয়াখালী পাড়ায়। অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন বাবা-ছেলের দুটি টোটো পাশাপাশি উঠোনে চার্জে দিয়ে, ঘুমিয়ে পড়েছিলেন রাত১১ টা নাগাদ! এরপর এই মাঝরাতে আনুমানিক একটা নাগাদ, হঠাৎই ওই দুই টোটো তে দাও দাও করে আগুন জ্বলছে দেখে, পরিবারের সকলে বেরিয়ে আসেন বাইরে, এরপর এলাকাবাসীর তৎপরতায় নেভে আগুন! কিন্তু ততক্ষণে, পুরে ছারখার হয়ে যায় সবকিছু, তবে মূল বসবাসের ঘরে কোন আগুন লাগেনি এটাই রক্ষে। পরিবার সূত্রে জানা যায় অত্যাধিক কেরোসিনের গন্ধ বোঝা যায়, কেউ বা কারা শত্রুতা করেই এ কাজ করেছে! তবে এলাকায় অত্যন্ত দরিদ্র ওই পরিবারের কোন শত্রু নেই বলেই জানান এলাকাবাসীরা, তবে কিছুদিন আগে একদল যুবক কে রাতের অন্ধকারে নারকেল গাছ থেকে ডাব পাড়তে বাধা দেওয়ার কারণেও হতে পারে বলে মনে করছেন। তাঁতের পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে
লকডাউন এর কিছুদিন আগে এক লক্ষ ৩০ হাজার টাকা দামের একটি টোটো দু’বছরের কিস্তিতে কেনেন প্রফুল্ল দেবনাথ, তারকিছুদিন বাদে সুদে টাকা ধার করে ছেলে বিশ্বজিৎ দেবনাথ এজন্য পুরাতন একটি টোটো্ ক্রয় করেন ৫০ হাজার টাকা দিয়ে। লকডাউনের মধ্যে কোনো উপার্জনই, হয়নি! শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।