ভারতীয় জনতা পাটির প্রার্থী ঘোষণার পর কুলতলি (তপঃ)বিধানসভার প্রার্থী মিন্টু হালদার প্রচারে নেমে পড়লেন

ভারতীয় জনতা পাটির প্রার্থী ঘোষণার পর কুলতলি (তপঃ)বিধানসভার প্রার্থী মিন্টু হালদার প্রচারে নেমে পড়লেন

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :  

    প্রার্থী ঘোষণার পরবর্তী সময়ে প্রচার শুরু করলেন কুলতলী বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী মিন্টু হালদার। আজ সেই ছবি দেখা গেল জালাবেড়িয়ায় দুই নাম্বার অঞ্চলের খোলারঘেরিতে। পাশের বিধানসভার পদুয়া গ্রামের মধ্যবিত্ত পরিবারের দক্ষ্য রাজনৈতিক নেতৃত্ব মিন্টু হালদার দীর্ঘ দিন যাবত ভারতীয় জনতা পাটির জেলার জেনারেল সেক্রেটারি । আজ কুলতলিতে একের পর এক দলীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রথম প্রচার শুরু করলেন । আগামী দিনে কুলতলিতে ভারতীয় জনতা পার্টির প্রতীকে বিধানসভায় পাঠানোর জন্য সকল নাগরিকদের কাছে আবেদন করেন । আগামী ছয় ই এপ্রিল কুলতলি বিধানসভা নির্বাচন তাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে আজ প্রচার । পশ্চিমবঙ্গের পরিবর্তন আনতে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা ও নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও ডবল ইঞ্জিন সরকার গড়তে আপনাদের ভোট বিজেপি প্রার্থী কে দেবেন ।এই মুহূর্তে চলছে এমনই প্রচার । এক কর্মীসভায় সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আগামী দিনগুলিতে মানুষের পাশে থাকার বার্তা দিতে কুলতলিতে মিন্টু হালদারের প্রচার, সাধারণ মানুষ এই প্রচারে অংশগ্রহণ করেন । কুলতলিীতে দীর্ঘ র্দিন ধরে SUCI ক্ষমতায় এ পরবর্তী সময়ে সিপিআইএম, আর ২০২১ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহব্বান নিয়ে আজকের এই প্রচার ।