লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে দলীয় নেতৃত্বের বুথে ক্যাম্প

সামসুর রহমান, উস্থি : আজ সোমবার বেলা ৯ টায় মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত শেরপুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের ৩৮নং বুথের সভাপতি আশাদুল মন্ডল,আবু সিদ্দিক মন্ডল,আলমগীর মন্ডল সহ বেশ কিছু তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে বিশেষ ক্যাম্পের আয়োজন করে।এই ক্যাম্পের মাধ্যমে তারা এলাকার মহিলাদের সহিত এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করেন।যেমন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কেমন কি সুবিধা পাবে ও কিভাবে ফর্ম পূরণ করতে হবে এগুলো নিয়ে দীর্ঘ ক্ষনের আলাপচারিতার পর জনা পাঁচ ছয় জনের একটি টিম করে তারা নিজেরাই মহিলাদের তাদের উপযুক্ত কাগজপত্র নিয়ে আসতে বলে ও সেই সমস্ত কাগজপত্রের ভিত্তিতে ফর্ম পূরণ করতে শুরু করে ।

    এই সমস্ত কর্মী সমর্থকদের বক্তব্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই সমস্ত কাজগুলো আমাদের মানবিক সরকার প্রশাসনিক ভাবে করালেও আমরা যারা দলের সৈনিক দিদির আদর্শ মেনে চলি তাদের ও সাধারণ মানুষের জন্য কিছু কাজ করা দরকার, তাছাড়া দুয়ারে সরকার যখন চলে তখন অত্যধিক ব্যস্ততার কারনে যারা শিক্ষাগত ভাবে একটু পিছিয়ে তাদের খুবই সমস্যা হয়। ফলে এলাকার কোনো যোগ্য মহিলা যেন এই প্রকল্প থেকে বাদ না পড়ে তাই আমরা গ্রামের মধ্যে এমন আলোচনা সভার উদ্যোগ নিয়েছি। আমরা চাই প্রতিটি এলাকায় আমাদের কর্মী সমর্থকরা এই ভাবে মাননীয়া নেত্রীর আদর্শকে বাস্তবায়িত করতে দিদির মতো রাস্তায় নেমে মানুষের পাশে থেকে কাজ করুক।