জেলা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের আলোচনা সভা ফকিরডাঙ্গায়

নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : ০৮ ই আগস্ট, সোমবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের ফকিরডাঙা সংখ্যালঘু কর্মতীর্থ মিটিং হলে জেলা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। আলোচনা সভাটির আয়োজন করে পাত্রসায়ের ব্লক ম্যারেজ রেজিস্ট্রার। এদিনের আলোচনা সভায় জেলার বিভিন্ন ব্লকের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। উপস্থিত ম্যারেজ রেজিস্ট্রারদের মধ্যে পাত্রসায়ের ব্লক ম্যারেজ রেজিস্ট্রার কাজি মুজাম্মেল হক বলেন, বর্তমানে জেলার বিভিন্ন ব্লকে ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রারদের দৌরাত্ম্য যেভাবে বেড়ে চলেছে তা খুবই চিন্তার বিষয়। কারণ ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রারা যে রেজিস্ট্রি করছে সেগুলো যখন জাল বলে প্রমাণিত হবে তখন সাধারণ মানুষ বিপদে পড়বে। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই আলোচনা সভা। এছাড়াও সমাজে দিন দিন যেভাবে বাল্যবিবাহ বেড়ে চলেছে সেই বিষয়ে মানুষকে সচেতনও করা হচ্ছে। এছাড়াও ওন্দা ব্লকের ম্যারেজ রেজিস্ট্রার আনোয়ার রেজা খান বলেন, আগামী ১৫ আগস্ট জেলার বিভিন্ন ব্লকে ব্লক ম্যারেজ রেজিস্ট্রারদের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস পালন করা হয় সেই বিষয়েও আলোচনা হয়।।এছাড়াও এদিনের আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্টজনরাও।