|
---|
নিশির কুমার হাজরা। বীরভূম। বিজেপি করলে হাটে সবজি বিক্রি করা যাবে না। এমনই দাবি তুলে বিজেপি সমর্থক কে মারধরের অভিযোগ নানুরে। ঘটনায় তিনজন বিজেপি কর্মী জখম অবস্থায় নানুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। বুধবার সকালে নানুরে খুজুটিপারা গ্রামের হাটে সবজি বিক্রি করতে আসেন কাকুটিয়া গ্রামের বেশ কয়েকজন সবজি বিক্রেতা। সে সময় তাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।
বেশ কয়েকজন সবজি বিক্রেতা পালাতে সক্ষম হলেও তিনজন পালাতে পারেনি। তাদেরকে বেধড়ক মারধর করে তৃণমূল সমর্থকরা বলে অভিযোগ। মার খেয়ে তিনজন সবজি বিক্রেতা নানুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
মার খাওয়া বিজেপি কর্মী সমর্থকদের দাবি গত সোমবার যে জেলাব্যাপী বিজেপির তরফ থেকে থানা ঘেরাও এবং ডেপুটেশন দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করার কারণে তাদের ওপর এমন হামলা হলো।
আহত বিজেপি সমর্থক রামপ্রসাদ মন্ডল জানান সকালে হাটে হঠাৎ করে আমাদের ওপর হামলা করে তৃণমূলে দুষ্কৃতীরা। কাউকে চিনতে পারিনি এদিক ওদিক থেকে মারধর করা হয়। আমি কোন মিটিং মিছিলে যায় না তবে আমার ভাগ্নে বিজেপির মিটিং এ গিয়েছিল। আর সেজন্যই আমার ওপর হামলা হলো।
তবে তৃণমূলের তরফ থেকে এই সমস্ত মারধরের অভিযোগ অস্বীকার করা হয়। তৃণমূল নেতা করিম খান জানান, হাটের মধ্যে মাল কেনাবেচা নিয়ে সমস্যা। তার থেকেই যত ঝামেলা। এই ঘটনায় তৃণমূল কর্মীরা হাটের মধ্যে কাউকে মারতে পারে না। এটা আমাদের দলের আদর্শ নয়।