“যদি আাপনাকে বিজেপি দুটো চড় মারে, তা হলে একটা চড় আমি খেয়ে আসব।’’ পার্থ

অখিলেশ সাহা,নৈহাটি: বিজেপি যদি ভয় দেখায়, বাড়ি বাড়ি গিয়ে গুন্ডামি করে, আমাকে ফোন করবেন। ভয় পাবেন না। যদি আাপনাকে দুটো চড় মারে, তা হলে একটা চড় আমি খেয়ে আসব।’’

    নৈহাটি পুরসভার সামনে যে তৃণমূল সমর্থকরা জড়ো হয়েছেন, বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, ব্যারাকপুরে জেতার পর থেকে স্থানীয় মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে বিজেপি। বোমা-বন্দুক দেখিয়ে, বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালিয়ে দলবদল করতে বাধ্য করছে। নির্বাচন পরবর্তী বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তাঁরা। আর কিছু ক্ষণের মধ্যে সেখানে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    মুখ্যমন্ত্রী এসে পৌঁছনোর আগে সেখানে দলীয় সমর্থকদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন পার্থ ভৌমিক। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই উপস্থিত কর্মী-সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন। পার্থ তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ‘‘এখানে তাঁরাই আজ গলা ফাটিয়ে চিৎকার করছেন, যাঁরা ১৯৯৮ সালে আমার সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন।’’ তার পরেই পার্থকে বলতে শোনা যায়, ‘‘আজ ক্ষমা চাইছি। আপনাদের মতো অনেককে আমাদের দলের নেতারা মনে রাখতে পারেননি। অনেককেই আমাদের দলের নেতারা মূল্যায়ন করতে পারেননি।’’ এই সময় পার্থের গলা প্রায় বুজে আসে।