|
---|
মিজানুল কবির,নতুন গতি,কলকাতা: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে এমফিল,পিএচডি জুলায় ২০১৯ শিক্ষাবর্ষে আবেদন শুরু হয়েছে।৫৫ শতাংশ নম্বর সহ ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী করে থাকলে আপনি আবেদন করতে পারেন।এসসি,এসটি কিংবা নন ক্রিমিলেয়ার ওবিসি প্রার্থীর বেলায় ৫০ শতাংশ নম্বর হলেও আবেদন করতে পারেন।
এডমিশন টেস্ট ও ইন্টার্ভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্ত্তি নেওয়া হবে। পড়ানো হবে নিঊদিল্লি ক্যাম্পাসে। www.ignou.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করে নিতে পারেন। আবেদন মুল্য ১০০০ টাকা।আবেদন একান্তই অনলাইনে , অফলাইনে কোনো ডকুমেন্ট পাঠাতে হবেনা।অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২৫ ই মার্চ ২০১৯। ভর্ত্তি পরীক্ষা হবে ৭ই এপ্রিল ২০১৯। ফল বেরোবে ৩ই মে ২০১৯ বলে বিজ্ঞপ্তি তে উল্ল্যেখ রয়েছে।এরাজ্যে কলকাতায় পরিক্ষাকেন্দ্র রয়েছে ।যেকোনো ধরণের সাহায্যের জন্য আপনি ইমেল করতে পারেন [email protected] তে।