বিতর্কের অবসান, স্কুল খুলছে ১০ই জুন

রাইহানুল হক , নতুনগতি: দীর্ঘ বিতর্ক ও টালবাহানার পরে আগামী ১০ই জুন রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সমস্ত স্কুল খুলে যাচ্ছে। আজ ৩০ শে মে রাজ্য শিক্ষা দপ্তরের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে, আবহাওয়াগত অবস্থা আগের তুলনায় ভালো হবার জন্যই ছুটি কাটছাঁট করে ৮ই জুন পর্যন্ত করা হলো। অর্থাৎ স্কুল খুলছে আগামী ১০ই জুন।

    উল্লেখ্য যে, গত ৩রা মে রাজ্যে ঘূর্ণিঝড় ফণী ও অত্যধিক গরমের কারণে ৩০ শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করে রাজ্যের শিক্ষাদপ্তর। টানা দুমাস ছুটি দেওয়ায় চারিদিকে বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে আপামর জনসাধারণ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন। এর ফলে কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আভাষ দেন ছুটি কমানোর ব্যাপারে পর্যালোচনা করে দেখা হবে। আজ শিক্ষামন্ত্রী তাঁর ফেসবুক পেজে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানান। এর পরেই শিক্ষাদপ্তর নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলেন, ৩০ শে জুনের পরিবর্তে ছুটি কমিয়ে ১০ই জুন থেকে স্কুলগুলি খুলে যাচ্ছে। এতে অভিভাবক – শিক্ষকরা আজকের নোটিশকে স্বাগত জানিয়েছেন।