জলে ডুবে গেল আস্ত জেটি সহ ১০ টি ট্রাক

জলে ডুবে গেল আস্ত জেটি সহ ১০ টি ট্রাক

     

     

    নতুন গতি প্রতিবেদক : সোমবার বিকেলে মালদার মানিকচকে গঙ্গার ঘাটে বড়সড় দুর্ঘটনা। জলে ডুবে গেল আস্ত জেটি। শুধু তাই নয় জেটির উপরে থাকা ১০ টি ট্রাকও তলিয়ে গিয়েছে গঙ্গায়। এদিন বিকেলে জেটি থেকে ট্রাক নামানোর সময়েই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু মানুষও নিখোঁজ হয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার পুলিশ ও মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবিলা দল রওনা দিয়ে দিয়েছে ঘটনাস্থলে। স্পিডবোট নিয়ে, সার্ডলাইট জ্বালিয়ে, রাতের অন্ধকারেই চলবে উদ্ধারকাজ।

    ঠিক কীভাবে অত বড় বার্জটি ডুবে গেল, তা ভেবে বিস্মিত এলাকাবাসী।