|
---|
নিজস্ব প্রতিবেদক, আরামবাগ : গোঘাটের শহীদ যুবনেতা শেখ নাইমুদ্দিনের খুনিদের তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না। তাদের শাস্তি পেতেই হবে । একটা ষড়যন্ত্র হয়েছিল , আমরা দলের পক্ষ থেকে সেই ষড়যন্ত্র বুজতে পেরে আমরা উকিল পরিবর্তন করেছি। যতই সাক্ষীদের ভয় ভীতি দেখানোর বা প্রভাবিত চেষ্টা করুক, কোনো লাভ হবে না, আইন আইনের পথে চলবে। শহীদ শেখ নাইমুদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এ কথা বললেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এদিন রক্তদান শিবির থেকে তিনি বিজেপি কে একহাত নেন। তিনি বলেন, গোঘাটের বর্তমান বিধায়ক যিনি উন্নয়নের কোনো কাজ না করে সন্ত্রাস করতে ভালোবাসেন। তিনি এদিন রক্তদান উৎসবের শেষে শহীদ শেখ নাইমুদ্দিনের স্ত্রী , পুত্র ও মা এর সাথে সাক্ষাৎ করেন ও পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে শেখ নাইমুদ্দিনের স্ত্রী তাহেরা বেগমকে চাকরি দেওয়া হয়েছে।
সেখ নাইমুদ্দিনের খুনিরা যাতে শাস্তি পান, এবং বিচার কার্যে যাতে সহযোগিতা পাওয়া যায় সেইজন্য ব্লক এস সি, এস টি সেলের সভাপতি কাজল রায় এদিন দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৯ডিসেম্বর গোঘাটের সাওড়া ইউনিয়ন হাইস্কুলে অভিভাবক নির্বাচনী নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ফর্ম ফিলাপ হচ্ছিল। সেই মুহূর্তে দুস্কৃতিরা মাথার পিছনের গুলি করে । আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
শহীদ সেখ নাঈমউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে সাওড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমডোবা শ্রী চরণ ভান্ডারী হাই স্কুলে ১০ম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন শিবিরে ৬২জন রক্তদাতা রক্তদান করেন।
উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায়, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, গোঘাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, গোঘাট তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণ চন্দ্র পাঞ্জা, ব্লক এস সি, এস টি সভাপতি কাজল রায়, সাওড়া অঞ্চল সভাপতি কমল ঘোষ, গোঘাট ব্লক ছাত্র নেতা শেখ আসিফ উদ্দিন, সাওড়া পঞ্চায়েত প্রধান বৈশাখী রায়, যুব নেতা শেখ রমিজউদ্দিন, সাওড়া অঞ্চল কার্যকরী সভাপতি সৌরভ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।