|
---|
সেখ সামসুদ্দিন, ৯ ডিসেম্বর : গতকাল হেলিকপ্টার দুর্ঘটনায় তামিলনাড়ুতে ভারতের সেনা জেনারেল প্রতিরক্ষা বিপিন রাওয়াত -এর সস্ত্রীক মৃত্যুতে সারাদেশ শোকসন্তপ্ত। সারা দেশের সঙ্গে মেমারি ১ ব্লক ও পঞ্চায়েত সমিতি আজ সন্ধ্যায় তাঁর আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন, ছবিতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তারা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন বিডিও ডাঃ আলী মোহাম্মদ ওয়ালী উল্লাহ, যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, ডিআইও শুভেন্দু সাঁই সহ বিভাগীয় আধিকারিক ও কর্মীবৃন্দ। বিডিও প্রথম সেনা জেনারেলের ছবিতে মাল্যদান করেন, পরে সকলে পুষ্পার্ঘ্য দিয়ে এক মিনিট নীরবতা করে সেনা জেনারেল সহ ১৩ জনের প্রতি শ্রদ্ধা জানান।