|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি : ২৬ ফেব্রুয়ারি পুরুলিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক জনসভা। পুরুলিয়াতে প্রশাসনিক সভায় যোগদানের উদ্দেশ্যে ২৬ ফেব্রুয়ারি বিকাল পাঁচটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে কলকাতা থেকে অবতরণ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পো ন্নমবলম্, সহ অন্যান্য আধিকারিকেরা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দক্ষিণবঙ্গের পুরুলিয়া সফর ও প্রশাসনিক সভা খুবই তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া সফরকে কেন্দ্র করে সেখানে সাজো সাজো রব। এমনিতেই পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিগণিত ছিল। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পুরুলিয়ায় প্রভূত উন্নতি সাধন হয়েছে বলে জানা যায়। আগামীকাল পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিকে সবাই তাকিয়ে আছেন।