|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল ভর্তি এক গর্ভবতী মায়ের জন্য বিরল গ্রুপের রক্তের প্রয়োজন হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবার রক্ত না পেলে বাংলা সংস্কৃতি মঞ্চ সদস্যদের সাথে যোগাযোগ করে। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য পাইকর থানার হরিশপুর গ্রামের হাসিবুল শেখ ও মাসাদুল খান রক্ত দান করেন প্রসূতিকে।
মানুষের পরিষেবার দিনরাত কাজ করে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা। রক্ত লাগবে শুনি বাইকে করে 70 কিলোমিটার জার্নি করে হাসপাতালে গিয়ে রক্ত দেওয়া হোক বা করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার, মেডিসিন,অক্সিজেন সিলিন্ডার যোগান হোক বা রক্তের যোগান বাংলা সংস্কৃতি মঞ্চ সদস্যরা দিনরাত ছুটে চলেছেন মানুষের দ্বারে দ্বারে। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য বীরভূম শাখার সদস্য মফিদুল হাসান মুক্তা, রকি মিয়া, এবং আতাউর রহমান, মোহাম্মদ রিপনরা জানান বাংলা সংস্কৃতি মঞ্চের পাঁচটি জেলাতে আমাদের কাজ চলছে। আমাদের সহযোদ্ধারা করণা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাজার করে দেওয়া, মেডিসিন পোঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজকর্ম করেছে। তাছাড়াও যে এলাকাগুলোতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই এলাকাগুলোতে গিয়ে অক্সিমিটার, থার্মাল গান এর সাহায্যে ক্যাম্প করছে, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছে এবং সচেতনতামূলক বার্তা দিচ্ছে । মানুষের সাহায্যার্থে আমাদের কর্মধারা ধারা জারি আছে।