|
---|
তানবির কাজি,নতুন গতি নিউজডেস্ক: মানুষের জন্য কাজ করে যাওয়া আমার লক্ষ্য, বললেন বিধায়ক জাফিকুল ইসলাম। গতকাল ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামকে তার নিজ বাসভবনে “দ্য ডোমকল কলিং” পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পত্রিকার সম্পাদক এম এ ওহাব ও প্রকাশক কালাম শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক ইসা আনসারী ও সহ-সম্পাদক তানবির কাজি, রাশিদুল বিশ্বাস।
একই দিনে “মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষক ঐক্য মঞ্চ”-এর ডোমকল বিধানসভা এলাকার এমপ্যানেল্ড প্রার্থীবৃন্দের পক্ষ থেকে রাশিদুল বিশ্বাস ও আসিফ বিশ্বাস বিধায়ক জাফিকুল ইসলামকে সংবর্ধনাপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।
এই প্রসঙ্গে জাফিকুল ইসলাম বলেন, ডোমকলের মানুষ আমাকে খুব ভালোবাসা দিয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে,মানুষের জন্য কাজ করে যাওয়া হবে আমার মূল লক্ষ্য ,তাদের নিরাশ করবো না।