|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : গোটা দেশজুড়ে করোনার মহামারী ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষই এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে! ভারতবর্ষে কিন্তু তা সত্ত্বেও বহু মানুষই নিয়ম মানছে না। মানুষ যেন নিয়ম মেনে চলে এবং সচেতন হয় সেজন্য সাগরদিঘী অঞ্চলের বাজার সংলগ্ন এলাকায় কাজে নেমে পড়ল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট।
সারাদিন পথচলতি বহু মানুষই আছে যারা মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন তাদের সকলকে মাস্ক পরালো ও স্যানিটাইজ করলো ট্রাস্টের সদস্যরা এবং সকলকে আবেদন করল যেন প্রত্যেকেই ভবিষ্যতে যেন সমস্ত করণা বিধি মেনে চলেন।
ট্রাস্টের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে যেন সকলেই সরকারি নিয়ম মেনে চলেন এবং সাবধান ও সচেতনতা অবলম্বন করে এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশ তথা বিশ্বকে রক্ষা করতে সাহায্য করেন।