|
---|
রবিউল ইসলাম ও সামিম হোসেন, সাগরদিঘি : করোনার দ্বিতীয় ঢেউ কেড়েছে অনেক প্রাণ।এই সময়ে তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ‘ জঙ্গীপুর মহকুমা তৃণমূল ছাত্র পরিষদ ‘ সাগরদিঘি বিধানসভায় আয়োজন করে একটি রক্তদান শিবির। এদিন সাগরদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় সরস্বতী ক্লাব ময়দানে সকাল ১০ টা থেকে রক্তদান শিবির শুরু হয়। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ( খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন) রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা মহাশয়, অধ্যাপক সপ্তর্ষি সাহা, ব্লক যুব সভাপতি কিসমত আলি, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার ও অন্যান্যরা । এই শিবিরে মোট ৪৪ জন রক্তযোদ্ধা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল চলছে। এই সন্ধিক্ষণে এই রক্তদান শিবির নিঃসন্দেহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট মেটাতে সহায়তা করবে।
মন্ত্রী সুব্রত সাহা বলেন, রক্তদান মানে জীবন দান।করোনা পরিস্থিতিতে সারা ভারতবর্ষ জুড়ে রক্তের আকাল চলছে, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট মেটাতে মূলত আজকের এই কর্মসূচি।তিনি আরোও জানান, আগামীদিনে সাগরদিঘির ১১ টি অঞ্চলে রক্তদান শিবির আয়োজন করা হবে। রক্তের যোগান মেটাতে রক্তদাতার তথ্য নথিভুক্ত করা হবে, যাতে আগামীদিনে রক্ত যোদ্ধা পেতে সহজ হয়। ব্লক যুব সভাপতি কিসমত আলি বলেন, প্রতিটি ব্লকে যদি এই রকম ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাহলে রক্তের শূন্যতা কিছুটা হলেও কমবে এবং তাতে মুমূর্ষু রোগী থেকে শুরু করে থ্যালাসেমিয়া আক্রান্তেরও রক্ত সংকটে পড়বে না। কাবিলপুরের এক মহিলা রক্তযোদ্ধা মানসুরা বিবি জানান, মহিলারাও যদি রক্তদানে এগিয়ে আসে, তাহলে কিছুটা হলেও রক্তের সংকট দূর হবে।
ছবি : মহঃ বাকির