|
---|
Qজাকির হোসেন সেখ, ২৫ মে, নতুন গতি, কলকাতা: বিজেপিতে যোগ দেয়ার যে জল্পনা নিজেই একদিন নস্যাৎ করেছিলেন সব্যসাচী দত্ত,
লোকসভা ভোটে তৃণমূলের আসন প্রায় অর্ধেকে নেমে আসতেই আবারও তাঁর বিজেপিতে যোগ দেয়ার তীব্র জল্পনা তৈরী হয়েছে। সুত্র মারফত জানা যাচ্ছে যে, তিনি নাকি বিজেপির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে চুড়ান্ত কথাবার্তা সেরেই ফেলেছেন। তাই মনে করা হচ্ছে যে, লোকসভা নির্বাচনের শেষে বিজেপির দিকে চলে যাওয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পর দ্বিতীয় জন হিসাবে হয়তো বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের নামই বিজেপি দলে তালিকাভুক্ত হবে,যিনি কিনা আগামী সপ্তাহেই গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন।