|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ
সপ্তদশ লোকসভা নির্বাচনে গোটা দেশে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। পশ্চিমবঙ্গে ১৮ টি আসনে জয়ী ভারতীয় জনতা পার্টি। বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস কাটোয়া বিধানসভা ১,৮৫৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস থেকে, কাটোয়া পৌরসভায় ২০টি ওয়ার্ডের ভোটে জয়ী ২৮,২৩৩। সেই উপলক্ষে শনিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাটোয়া শহরে বিজয় মিছিল। কাটোয়া ঘোষেস্বর মন্দিরের সামনে থেকে বিজয় মিছিল শুরু হয়ে গোটা কাটোয়া শহর পরিক্রমা করে, মিছিলটি শেষ হয় কাটোয়া ঘোষেস্বর মন্দিরের সামনে। মিছিলের মধ্যেই কাটোয়া শহরবাসীকে মিষ্টি বিতরণ করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ছিলেন জেলা সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ, জেনারেল সেক্রেটারি অনিল দত্ত, বিশ্বজিৎ পদ্মার, সম্পাদক রানাপ্রতাপ গোস্বামী সহ প্রমুখ। বিজয় মিছিলে পা মেলায় হাজার-হাজার বিজেপি কর্মী-সমর্থক’রা পা মেলায়।