|
---|
সুধন্য মাহাতো,পুরুলিয়া: ভোটে হেরেছেন। ফলপ্রকাশের তিন দিন পর সদ্য প্রাক্তন তৃণমূল সাংসদের নামে পোস্টার পড়ল। রবিবার সাতসকালে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তবে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন অনেকেই।
রবিবার সাতসকালে পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র সাহেববাঁধ রোডে পরাজিত তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর নামে একটি পোস্টার নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। সদ্য প্রাক্তন সাংসদের ছবি দেওয়া পোস্টারের নিচে লেখা ছিল ‘অহংকারের পতন হল’। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাহেববাঁধ রোডে একটি ওষুধের দোকানের পাশের দেওয়ালে পোস্টারটি লাগানো ছিল। ওই ওষুধের দোকানের উলটো দিকে পরপর বেশ কয়েকটি চায়ের দোকান। সকালে ওই চা দোকানগুলিতে যেমন প্রাতঃভ্রমণকারীরা আসেন, তেমনি আবার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আড্ডা দেন। ফলে পোস্টারটি নজরে আসার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।